২৪ ঘন্টার চেষ্টায় এমভি কারিনা-১’র সকল নাবিকে জীবিত উদ্ধার

২৪ ঘন্টার চেষ্টায় এমভি কারিনা-১’র সকল নাবিকে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে তলা ফেটে ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি কারিনা-১’র ১৪ নাবিকের সবাই জীবিত আছেন। ২৪ ঘন্টার চেষ্টায় জাহাজ ও নাবিকদের উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার দুপুরে গম বোঝাই লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আসছিলো। সন্দীপ চ্যানেলের ১০ নটিক্যাল মাইল দক্ষিণে গিয়ে জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় জাহাজটি নোঙ্গর করে ইঞ্জিন মেরামতের কাজ শুরু করেন নাবিকরা। কিছু সময়ের মধ্যেই জাহাজটিতে তলা ফেটে পানি ঢুকতে শুরু করলে ঘটনাস্থলে যায় কোস্টগার্ডের টহল জাহাজ। উদ্ধারকারী জাহাজ- বিজিসিএস শ্যামল বাংলা ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া জাহাজের সব নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে পতেঙ্গার বিজিসি বার্থে নিয়ে আসা হয়। সকালে জাহাজটির কর্তৃপক্ষ ও স্বজনদের কাছে উদ্ধার হওয়া নাবিকদের হস্তান্তর করে কোস্টগার্ড।

মন্তব্যসমূহ (০)


Lost Password