সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের  ড্রোন হামলা
MostPlay

সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।  ইরনা জানিয়েছে, বুধবার ভোরে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের এ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয় বলে হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহয়া সারি দাবি করেছেন।  তার দাবি ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ কেটু ড্রোন দিয়ে কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এ হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইয়াহয়া সারি। 

ইরানি মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রাব্বি মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান। এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। কয়েকদিন পরপরই সৌদি শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র  হামলা করে ইরানের মিত্র হুতিরা। এর মধ্যে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ বিমানবন্দর নিয়মিতভাবে হুতি সমর্থিত সেনাদের হামলার শিকার হয়ে আসছে। এ বিষয়ে সৌদি আরব সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password