নওগাঁ মান্দায় পালিত হলো স্বদেশ প্রত্যাবর্তন দিবস

নওগাঁ মান্দায় পালিত হলো স্বদেশ প্রত্যাবর্তন দিবস
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ সোমবার। ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪ টায় ইন্ডিয়ান এয়ারলাইনসের বোয়িং বিমানে চড়ে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান।

পরবর্তী সময়ে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরেই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

দিবস এ মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন মন্ডল, সাধারন সম্পাদক অ্যাড.নাহিদ মোর্শেদ বাবু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password