আপনার নামে কয়টি- আপকি কি জানেন আপনার নামের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে। যদি না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন। মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে।
জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। তবে এজন্য আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।
আসুন, জেনে নেয়া যাক কীভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-
প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাপুন।
কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রি-পেইড ও পোস্ট-পেইড কোন কোম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।
মন্তব্যসমূহ (১১) কমেন্ট করতে ক্লিক করুন
Md.Tusher Ali Reply
1 year agoAmar koiti sim ai NID ta Khulna hoycha
Md Rasel Hossaln Reply
1 year agoValo
Kamrul Islam Reply
1 year agoআমার একটা সিম হারিয়ে গেছে,আমি সেটা বন্ধ করে দিতে চাই। কিভাবে করবো?
Morad Reply
1 year agoআমার সিম কার্ডটা কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন তা কীভাবে দেখব
বিডিটাইপ.কম
5 months agocustomer care thake jante parben
বিডিটাইপ.কম
5 months agook
md nazmul islam Reply
1 year agoআমার সিমে এন আই ডি দিয়া জে সিম গুলা আছে ২/১টা ব্যতিত বাকি গুলা বন্দ,এখন এই গুলা কি করা যায়?এন আই ডি থাকি আউট কিলা করা যায়? জানালে খুশি হব।