বাংলাদেশি নারীকে পাচার চক্রের কবলমুক্ত করল বিএসএফ

বাংলাদেশি নারীকে পাচার চক্রের কবলমুক্ত করল বিএসএফ
MostPlay

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি এক নারীকে মানব পাচার চক্রের কবল থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় সিভিক পুলিশ ভলান্টিয়ার দলের এক সদস্যকে আটক করা হয়েছে; লোকটি নারী পাচারে জড়িত। 

বিএসএফ জানায়, সীমান্তবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনায় বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়ন হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আয়না বিবি (২৫) নামে এই মহিলাকে উদ্ধার করে। আয়নার বাড়ি বাংলাদেশের খুলনায়। বিএসএফের টহলদল ৯ অক্টোবর রাত ১২টার পরে  আয়না বিবিকে সীমান্তের কাছে বাংলাদেশের দিকে যাওয়ার জন্য ঘোরাঘুরি করতে দেখতে পায়। সন্দেহ হলে তাকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তিনি তা দেখাতে পারেননি। তাই সঙ্গে সঙ্গে বিএসএফের হেফাজতে নেওয়া হয়।

আয়না বিবির বক্তব্য অনুসারে সিভিক পুলিশ ভলান্টিয়ার বিজয় কুমার সাহাকে গ্রেফতার করা হয়। হাকিমপুর বাসস্ট্যান্ড এলাকায় মানব পাচারের কাজ করে বিজয়। সে উত্তর চব্বিশ পরগনা জেলার আরশিকারী গ্রামের বাসিন্দা এবং স্বরূপনগর থানার ভলান্টিয়ারের কাজ করে। 

বিএসএফ কর্তৃপক্ষ জানায়, বিশদ তদন্তের জন্য বিজয় কুমার সাহাকে স্বরূপননগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password