মুহূর্তেই স্বপ্ন ভেঙে চুরমার, অসহায়ত্বই এখন আশিকের সঙ্গী

মুহূর্তেই স্বপ্ন ভেঙে চুরমার, অসহায়ত্বই এখন আশিকের সঙ্গী
MostPlay

প্রথম ছবিটির ছেলেটিই বর্তমানে দ্বিতীয় ছবিটি! ছেলেটির নাম আশিক! চরম মেধাবী ও কর্মঠ একটা ছেলে।হঠাৎ তার জীবনে একটা দমকা হাওয়া এসে তার স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিয়ে গেছে। বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে আশিক এখন পঙ্গু! তার দুই হাত ১ পা নেই! সে অন্যের সাহায্য ছাড়া এখন কিছুই করতে পারে না।

বর্তমানে সে চরম অসহায়ত্বে দিন কাটাচ্ছে। আশিকের বউ ৯ মাসের অন্তসত্বা! আশিকের সন্তান দুনিয়াতে আসলে আশিক হয়তো কোনদিন কোলে নিতে পারবে না! অন্যের সাহায্য নিয়ে হয়তো বাচ্চার কপালে চুমু দিতে হবে তার!!এখন আশিকের একটাই আকুতি সে পল্লী বিদ্যুতের কাছ থেকে ক্ষতিপুরন ও বিচার চায় সেইসাথে সমাজের হৃদয়বাদ বিত্তবানদের কাছে অন্তত ১ টি কৃত্রিম হাত চেয়ে করুন আকুতি তার। অন্তত ১ টি কৃত্রিম হাত হলেও আশিকের দুঃখ কিছুটা হলেও কমতো।আশিকের অভিযোগ সূত্রে জানা যায়, আশিক  দৈনিক মজুরি ভিত্তিতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নাগেশ্বরী জোনাল অফিসে কাজ করতেন।

গত বছরের ২৬ নভেম্বর নেওয়াশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন সরকারের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন আশিক। কাজ শুরুর আগে বিদ্যুতের সংযোগ বন্ধ করতে অফিসের লাইন টেকনিশিয়ান তোজাম্মেল হককে জানান তিনি। সেই অনুযায়ী তোজাম্মেল লাইন বন্ধও করে দেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগে ক্লিয়ারেন্স ছাড়াই লাইন চালু করে দেন তিনি। এতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন আশিক।

একপর্যায়ে তাঁর দুই হাত ও ডান পা কেটে ফেলতে হয়। ধার-দেনা ও জমি বিক্রি করে ছেলের চিকিৎসার ছয় লাখ টাকা জোগাড় করেন বাবা রফিকুল ইসলাম।

আশিকের সাথে এক প্রতিবেদকের কথা হলে আশিক অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, আমার খুব কষ্ট, পিপাসা লাগলে ১ গ্লাস পানি নিয়ে খেতে পারি না, নিজে কোন কাজ করতে পারি না। কেউ বাড়িতে না থাকলে আমার মরণ সমান। তিনি আরও বলেন, আমার বউ ৯ মাসের অন্তসত্ত্বা আমার বাচ্চার ভবিষ্যত কি হবে?

এই বিষয়ে অভিযুক্ত পবিসের নাগেশ্বরী জোনাল অফিসের ডিজিএম আতিকুর রহমান বলেন, আশিকের ব্যাপারে অফিশিয়ালি কিছুই করার নেই।

এ অবস্থায় কৃত্তিম হাত পা সংযোজনের জন্য সমাজের হৃদয়বান বিত্তবানেদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে করুন আকুতি জানিয়েছেন ভুক্তভোগি আশিক।

আশিককে সাহায্য পাঠাতে তার বাবার ব্যাংক হিসাব নম্বর:২০৫০৭৭৭০২৩১৪৬৩৬১৩, হিসাবের নাম রফিকুল ইসলাম, ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক লিমিটেড, শাখার নাম: ভিতরবন্দ বাজার শাখা,কুড়িগ্রাম।

ভিডিও কলে আশিককে দেখতে  স্টাফ রিপোর্টার ফয়সাল শামীম-০১৭১৩২০০০৯১।

মন্তব্যসমূহ (০)


Lost Password