আবারো ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

আবারো ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
MostPlay

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় কিছু গ্রিনজোন এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে টুইটারে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রিনজোন সীমানার মধ্যে দুটি রকেট আঘাত হানে। কোনো গোষ্ঠী এই রকেট হামলার কথা স্বীকার করে নি।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকের একটি নিরাপত্তা সংস্থা এএফপি-কে জানায়, দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে আঘাত হানে। এ দপ্তরটি মার্কিন কূটনৈতিক মিশনের খুব কাছে অবস্থিত। অন্য রকেটটি গ্রিনজোনের আবাসিক এলাকার কাছে গিয়ে পড়ে। সেখানে একটি পার্কিং কমপ্লেক্স রয়েছে।

বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। গত পরশুদিন ইরাকের আল-বালাদ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত একজন সামরিক ঠিকাদার আহত হন।

মন্তব্যসমূহ (০)


Lost Password