গিনেসের বুকে জায়গা করে নিয়েছে এক বালকের দাঁত

গিনেসের বুকে জায়গা করে নিয়েছে এক বালকের দাঁত
MostPlay

আমাদের বাল্যকালের সবচেয়ে সুন্দর স্মৃতির মধ্যে অন্যতম হলো- দুধ দাঁত হারানো এবং সেটিকে সংরক্ষণ করে রাখা। তবে কানাডার ৯ বছরের এক বালকের ক্ষেত্রে এই স্মৃতিটা বিশেষ হয়ে উঠেছে। কারণ, তার দুধ দাঁত গিনেস ওয়াল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।

আপনি হয়তো ভাবছেন যে, দাঁত আবার কীভাবে গিনেস রেকর্ডে স্থান পায়। তাহলে বলি, শুনুন। লুক বোল্টন নামের ওই বালকের দুধ দাঁত এখন অবধি বিশ্বের সবচেয়ে লম্বা। যার দৈর্ঘ্য ২ দশমিক ৬ সেন্টিমিটার।

এক বিবৃতিতে গিনেস ওয়াল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, লুক বোল্টনের দাঁতের দৈর্ঘ্য ২ দশমিক ৬ সেন্টিমিটার। তার যখন ৮ বছর বয়স তখন এটি সংরক্ষণ করা হয়েছিল। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূর্বের রেকর্ডটি ছিল ওহিওর ১০ বছরের এক বালকের। যার দৈর্ঘ্য ২ দশমিক ৪ সেন্টিমিটার।

মন্তব্যসমূহ (০)


Lost Password