আকাশে বিশাল আকৃতির রংধনু বলয়

আকাশে বিশাল আকৃতির রংধনু বলয়
MostPlay

আকাশে সূর্যকে ঘিরে সৃষ্টি হয় বিশাল আকৃতির রংধনু বলয়। তবে এই বলয়ের কারনে লক্ষ্মীপুরসহ সারাদেশের লোকজনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ই মার্চ) দুপুরে এ দুর্লভ ঘটনা ঘটে। দেশের মানুষ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সঙ্গে পরিচিত হলেও সূর্য বলয়ের দুর্লভ এই দৃশ্যের সঙ্গে তেমনটা পরিচিত না হওয়ায় আতঙ্ক আর নানা ধরনের গুজবও ছড়িয়ে পড়েছে।

তবে এটি স্বাভাবিক বলছে বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার-নাসার ওয়েবসাইট থেকে জানা যায়, এই বলয় ২২ ডিগ্রি হ্যালো নামে পরিচিত। বিষয়টি ব্যাখ্যা করে বিজ্ঞানীরা বলেন, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ছোট ছোট বরফকণা রয়েছে। সূর্যের আলো স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছানোর পর বরফে পড়ে তা প্রতিসরণ হয়। হ্যালো ২২ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে ২২ ডিগ্রি হলেই এই বলয় সবচেয়ে উজ্জ্বল হয়। বায়ুমণ্ডলে জমে থাকা বরফ কণা থেকে প্রতিসরণ হওয়ায় বৃষ্টিরও সম্ভাবনা থাকে। সূর্যের আলো বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছানোর পর বরফে পড়ে প্রতিসরণ হয়। যার দৃশ্যমান রূপ এই রংধনু বলয়।

দুপুর পর্যন্ত এই দৃশ্য স্পষ্ট দেখা গেছে। এরপর ধীরে ধীরে তা মিলিয়ে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password