রংপুর ভূমিকম্পে কেঁপে উঠল

রংপুর ভূমিকম্পে কেঁপে উঠল
MostPlay

করোনাকালে ভূমিকম্পের রেডজোন হিসেবে খ্যাত রংপুর বিভাগের ৮ জেলা কেঁপে উঠল। রবিবার বেলা ১১টা ৫৪ মিনিটে এ ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫ রিখটার স্কেল। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জাকির হোসেন জানান, ভারত ও মিয়ানমার সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।  বাংলাদেশের রংপুর বিভাগ ও ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় ,নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূমিকম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে গত ৮ জানুয়ারি রংপুর বিভাগে ভূমিকম্প অনুভূত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password