মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

মানবজাতির প্রতি কোরআনের উপদেশ
MostPlay

কোরআনের অনুসারীরা সুপথপ্রাপ্ত

ইরশাদ হয়েছে, ‘তারাই (কোরআনের অনুসারীরা) তাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তারাই সফলকাম।’

(সুরা : লোকমান, আয়াত : ৫)

অসার কথা-কাজ পরিহার করো

ইরশাদ হয়েছে, ‘মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে অসার বাক্য ক্রয় করে এবং আল্লাহর পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্যই রয়েছে অবমাননাকর শাস্তি।’ (সুরা : লোকমান, আয়াত : ৬)

কোরআন থেকে বিমুখ হয়ো না

ইরশাদ হয়েছে, ‘যখন তার কাছে আমার আয়াত তিলাওয়াত করা হয় তখন সে দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতেই পায়নি, যেন তার কান দুটি বধির; অতএব তাদের মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও।’ (সুরা : লোকমান, আয়াত : ৭)

কৃতজ্ঞতা সুফল বয়ে আনে

ইরশাদ হয়েছে, ‘... যে কৃতজ্ঞতা আদায় করে সে তার নিজের জন্যই তা করে। আর কেউ অস্বীকার করলে আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসার্হ।’ (সুরা : লোকমান, আয়াত : ১২)

সন্তানকে দ্বিন শেখাও

ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো, যখন লোকমান উপদেশচ্ছলে তার ছেলেকে বলেছিল, হে বৎস! আল্লাহর সঙ্গে কাউকে শরিক কোরো না। নিশ্চয়ই শিরক চরম জুলুম।’ (সুরা : লোকমান, আয়াত : ১৩)

মন্তব্যসমূহ (০)


Lost Password