পৃথিবীর জন্য নতুন সুসংবাদ

পৃথিবীর জন্য নতুন সুসংবাদ
MostPlay
সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা করোনা ভাইরাস বা কোভিড-১৯ বিশ্বের প্রায় সব দেশেই রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। নিত্যদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংকটপূর্ণ এই সময়ে মরণব্যাধিটি নিয়ে চলছে নানা গবেষণা।এই সংকটপূর্ণ সময়ের মাঝেই বিজ্ঞানীরা গত মার্চে জানিয়েছিলেন, ২০১১ সালের পর থেকে বৃহত্তম ক্ষতের সন্ধান মিলেছে ওজন স্তরে। তবে এখন আর কোনো ক্ষত নেই সেখানে। এটি করোনায় ভেঙেচুরে যাওয়া পৃথিবীর জন্য নতুন সুসংবাদও বটে। গত শুক্রবার (১ মে) ২০ আবহাওয়া সংস্থার (ডাব্লিউএমও) বরাতে এই তথ্য জানিয়েছে ডিবলিউডটকম।জেনেভায় ডাব্লিউএমওর মুখপাত্র ক্লেয়ার নুলিস জানিয়েছেন, উত্তর গোলার্ধের বসন্তকালীন পরিবেশের পেছনেও ছিল বাতাসে অবস্থানকারী ওজোন স্তরের ক্ষয়কারী উপাদান, যা অধিক শীতল শীতকাল সৃষ্টি করেছিল স্ট্র্যাটোস্ফিয়ারে। ওই দুটি ফ্যাক্টরের সম্মিলিত প্রভাবে অতিমাত্রায় ক্ষয় দেখা দেয় ওজোন স্তরে, যা ২০১১ সালের পরে এখন পর্যন্ত সব থেকে মারাত্মক। কিন্তু এখন সেটা একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ওজোন ছিদ্র বন্ধ হয়ে গেছে।তাহলে কি করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে এর কোনো যোগ রয়েছে? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটার সঙ্গে কোভিড-১৯ এর কোনো সম্পর্ক নেই।’

মন্তব্যসমূহ (০)


Lost Password