টয়লেটে যায় না ৯০ ভাগ শিক্ষার্থী

টয়লেটে যায় না ৯০ ভাগ শিক্ষার্থী
MostPlay

খুলনায় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট ব্যবহার করে ১০ শতাংশ শিক্ষার্থী, বাকি ৯০ শতাংশ টয়লেট ব্যবহার করে না। প্রাথমিকে ছাত্রীরা ব্যবহার করে ১৯ শতাংশ, বাকি ৮১ শতাংশ করে না।
ছাত্ররা করে ৫৬ শতাংশ, বাকি ৪৪ শতাংশ করে না। মাদরাসায় ছাত্রীরা করে ১৩ শতাংশ, বাকি ৮৭ শতাংশ করে না। ছাত্ররা করে ৪৩ শতাংশ, বাকি ৫৭ শতাংশ করে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীরা করে ৫৫ শতাংশ, বাকি ৪৫ শতাংশ করে না। ছাত্ররা করে ৩৩ শতাংশ, বাকি ৬৭ শতাংশ করে না। গতকাল রবিবার দুপুরে খুলনা বিএমএ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনা সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বক্তব্য দেন জনউদ্যোগ খুলনার নারী সেল আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু, মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password