মহানগরীর টঙ্গীর চেরাগ আলী মার্কেটের দক্ষিণ পাশে বৈদ্যুতিক টাওয়ার ভেঙে দুই শ্রমিকের মৃত্যু

মহানগরীর টঙ্গীর চেরাগ আলী মার্কেটের দক্ষিণ পাশে বৈদ্যুতিক টাওয়ার ভেঙে দুই শ্রমিকের মৃত্যু

গাজীপুরে বৈদ্যুতিক টাওয়ার ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে মহানগরীর টঙ্গীর চেরাগ আলী মার্কেটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের চেরাগআলী এলাকার স্পিডওয়েল সিএনজি পাম্পের সামনে গত তিনদিন ধরে বৈদ্যুতিক লাইনে ৩৩ হাজার ভোল্টের অকেজো টাওয়ারের তার খোলার কাজ করছিল ১৪-১৫ জন শ্রমিক। মঙ্গলবার দুপুরে টাওয়ারের তার খোলার জন্য তিনজন শ্রমিক উপরে ওঠে, বাকিরা নিচ থেকে তার টানছিলেন। এসময় হঠাৎ স্টিলের টাওয়ারটি ভেঙে পড়ে। এতে উপরে থাকা তিন শ্রমিকই টাওয়ারের নীচে পড়ে গেলে ঘটনাস্থলেই সোহগ (২৬) নামে একজন নিহত হয়।

অপর দুজনকে গুরুতর আহতাবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়া হলে সুমন (৪৫) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। তাদের দুজনের বাড়িই জামালপুর সদর থানায়।

এছাড়া সাইফুল ইসলাম নামের এক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।টঙ্গী পূর্ব থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ডেসকোর ঠিকাদার শওকত আলী জানিয়েছেন, সব ধরনের সেফটি ব্যবস্থা থাকার পরও বৈদ্যুতিক টাওয়ারটি কেন ভেঙে পড়েছে তা তিনি নিশ্চিত নন।

মন্তব্যসমূহ (০)


Lost Password