নওগাঁর পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
MostPlay

নওগাঁর পত্নীতলায়  ৩ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফিতা কেটে ৩ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ  ওসি মোজাফফর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম,  উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান,  নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান জাহিদ,  পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার, মোহাইমেনুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্থানীয সুধিজন প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল  পরিদর্শন করেন এবং  কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। এই মেলা আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।

মন্তব্যসমূহ (০)


Lost Password