দিনাজপুরে ১ পুলিশসহ দু’জনের মৃত্যু,নতুন আক্রান্ত ২৩

দিনাজপুরে ১ পুলিশসহ দু’জনের মৃত্যু,নতুন আক্রান্ত ২৩

 দিনাজপুরে ক্রমেই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যসহ দু’জনের মৃত্যু হয়েছে।এনিয়ে জেলায় করোনায় ৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে ২৩ জনসহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। একই সময়ে নতুন ৮ জনসহ এ পর্যন্ত ১০৯ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বুধবার (১০ জুন) রাত পৌনে ১০টায় গত ২৪ ঘন্টায় জেলায় দু’জনের মৃত্যু ও নতুন করে আরো ২৩ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩৬১ জন। এছাড়া বীরগঞ্জে এক পুলিশ সদস্য ও নবাবগঞ্জে অপর ্একজন এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন ৮ জনসহ এ পর্যন্ত ১০৯ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে দিনাজপুর উপজেলায় ৪ জন, নবাবগঞ্জে ৪ জন, ঘোড়াঘাটে ৫ জন, পার্বতীপুরে ৩ জন, ফুলবাড়ীতে ৩, চিরিরবন্দরে দুইজন, হাকিমপুরে একজন ও বীরগঞ্জ উপজেলায় একজন। আর সুস্থ ৮ জনের মধ্যে খানসামা উপজেলায় ৪ জন,পার্বতীপুরে দুইজন ও বীরগঞ্জ উপজেলায় দুইজন।

তিনি জানান, জেলায় করোনায় মোট আক্রান্ত ৩৬১ জনের মধ্যে সদর উপজেলায় ১০৮ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ৩৩ জন, বোচাগঞ্জে ১০ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ২৮ জন (একজন মৃতসহ), ফুলবাড়ীতে ১৩ জন, নবাবগঞ্জে ২৫ জন, হাকিমপুরে ৫ জন, খানসামায় ১১ জন, বিরামপুরে ৩১ জন, ঘোড়াঘাটে ৩১ জন, চিরিরবন্দরে ২৩ জন (মৃত দুইজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৮ জন।

সিভিল সার্জন আরো জানান, বুধবার মোট ২৫৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ২৩ নমুনার ফলাফল পজিটিভ এসেছে। এছাড়া একই সময়ে ১৫৫টি নমুনা পরীক্ষার জন্য দিনাজপুরে ল্যাবে পাঠানো হয়েছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password