দেশে বজ্রপাতে ৪ জন নিহত

দেশে বজ্রপাতে ৪ জন নিহত

বাগেরহাটের শরণখোলায় শনিবার সকালে বজ্রপাতে দুজন নিহত ও ছয় জন আহত হয়েছে। উপজেলার চালরায়েন্দা স্লুইসগেটে সকাল সাড়ে ৯,টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিলন শেখ (৩৫) ও মোস্তফা শেখ (৫০)। নিহতদের বাড়ি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামে। আহতরা হলেন, খোকন কাজী, রাসেল ফরাজী, বাবুল, জলিল, সোহেল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদশীরা বলেন, শনিবার সকালে ঝড় বৃষ্টি হচ্ছিল এ সময় একটা ফাঁকা ঘরে বজ্রপাত হলে দুই জন নিহত ও ৬ আহত হয়।

নিহতরা বালিপাড়া থেকে ট্রলারে করে ইট নিয়ে এসেছিলো। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস বলেন, আহতরা সবাই শঙ্কা মুক্ত তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাড়ীর পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে নয়টার দিকে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো হুমায়ুন মিয়ার ছেলে।

স্থানীয়রা যায়, শনিবার সকালে বাড়ীর পাশের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয়। এসময় সহপাঠীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহম্মেদ মল্লিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকালে দামুড়হুদা পাটাচোরা গ্রামের বাবলাতলা মাঠে এ ঘটনা ঘটে। আহম্মেদ মল্লিক উপজেলার পাটাচোরা গ্রামের মল্লিকপাড়ার খেজের আলীর ছেলে।

জানা যায়, পাটাচোরা গ্রামের কৃষক আহম্মেদ মল্লিক গ্রামের বাবলাতলার মাঠে নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি আহত হলে মাঠের অন্য কৃষকরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ স্বজনরা গ্রামে ফিরিয়ে নেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password