আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার মো.আব্দুল মোত্তালিব,উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রউফ,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান প্রমূখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন