যুদ্ধাপরাধ মামলার আসামি দাবি করা সেই বৃদ্ধ কারাগারে

যুদ্ধাপরাধ মামলার আসামি দাবি করা সেই বৃদ্ধ কারাগারে

ময়মনসিংহের গফরগাঁওয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় যাবজ্জীবন (আমৃত্যু) সাজাপ্রাপ্ত আসামি এ এম ফয়জুল্লাহকে (৭০) আদালতে প্রেরণ করেছে পাগলা থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে ফয়জুল্লাহর পরিচয় নিশ্চিত হয়ে ঐ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে প্রেরণ করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার সময় উপস্থিত হয়ে ফয়জুল্লাহ নিজেকে এই মামলার পলাতক আসামি পরিচয় দিলে নিরাপত্তাকর্মীরা শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ পরিচয় নিশ্চিত করার জন্য ফয়জুল্লাহকে পাগলা থানায় নিয়ে আসে।

এর পূর্বে সিআইডি পুলিশ ফয়জুল্লাহর এনআইডি ও ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে মিল পায়। এএম ফয়জুল্লাহ গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের সাদুয়া গ্রামের মৃত মাওলানা আব্দুল মজিদের ছেলে।

নিগুয়ারী ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, একাত্তরে এই রাজাকারদের নাম শুনলে মানুষ শিউরে উঠতো। হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটসহ এমন কোনো অপরাধ নাই যা এরা করেনি। রায়ে মানবতার জয় হয়েছে।

পাগলা থানার ওসি মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার ওয়ারেন্ট আমাদের হাতে আছে। ফয়জুল্লাহ এতদিন পলাতক ছিল। মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার দেখিয়ে ফয়জুল্লাহকে আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password