দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড

দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড

আজ বুধবার (১৮ আগস্ট) সকালে ভোলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করে।

আটকরা হলেনঃ ভোলার দৌলতখান উপজেলার মো. হাসান ও মো. রাকিব। এসময় বিপুল পরিমাণ দেশীয় উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। উক্ত অভিযানে তাদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল, একটি কুড়াল, তিনটি করাত, চারটি রাম দা, একটি বাইনোকুলার, পাঁচটি দা ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড এর পক্ষ থেকে জানানো হয়, ডাকাতির প্রস্তুতিকালে ভোলার জলদস্যু মহসিন বাহিনীর দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে ভোলার বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password