ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানায়, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

আগামী শুক্রবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৬ জুন ঈদুল আজহা পালিত হবে। এদিকে, পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ওমানও। দেশটিতে আগামী ১৭ জুন ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এমইআরএ। সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে শুক্রবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে এদিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password