করোনায় রোগীর মৃত্যুতে চিকিৎসককে পেটালো স্বজনরা (ভিডিও)

করোনায় রোগীর মৃত্যুতে চিকিৎসককে পেটালো স্বজনরা (ভিডিও)

 

আসামে এক কোভিড রোগীর মৃত্যুর জেরে চিকিৎসককে মারধর করেছেন স্বজনরা। মঙ্গলবারের এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় চলছে রাজ্যটিতে। ভারতীয় গণমাধ্যম বলছে  আসামের হোজাই জেলা হাসপাতালটিতে মঙ্গলবার এক রোগীর মৃত্যুর পর কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনে পরিবার।

হাসপাতালে ভাঙচুরও চালায় তারা বেশ কয়েক জনের একটি দল হামলা চালায় চিকিৎসকের ওপর। খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনা তীব্র ক্ষোভ প্রকাশ করেন নাগরিকরা। এ ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।

মন্তব্যসমূহ (০)


Lost Password