করোনার টিকা নেয়ার পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

করোনার টিকা নেয়ার পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

গাজীপুরে একটি পোশাক কারখানায় করোনা টিকা নেয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের নেয়া হয় আশেপাশের হাসপাতালগুলোতে। তবে সিভিল সার্জন বলছেন, তারা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। তারা উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন নামের একটি পোশাক কারখানার কর্মী। পরে তাদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। অসুস্থ শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলার বিভিন্ন ক্লিনিক ও কোনাবাড়ী শিল্পাঞ্চলের কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। সিভিল সার্জন জানান, সকালে ওই কারখানায় দেয়া হচ্ছিল সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ। সকাল ১০টার দিকে টিকা নেয়া কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই কারখানার টিকাদান কার্যক্রম বন্ধ করতে বলা হয়। অসুস্থ শ্রমিকদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকা নেয়ার পর কয়েকজন মাথা ঘুরে পড়ে যান।

এরপর কয়েকজন অচেতন হয়ে পড়েন। এভাবে অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ বোধ করতে থাকে। এরপর তাদের হাসপাতালে পাঠানো হয়। সিভিল সার্জন বলেন, ‘ধারণা করা হচ্ছে সাইকোলজিক্যাল কোনো কারণে তারা অসুস্থ হতে পারে। দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।’ এর আগে মঙ্গলবার টঙ্গীর গাজীপুরা এলাকার শ্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানায় বুধবার বেলা ১১টার দিকে টিকা নেয়ার পর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রমিক।

মন্তব্যসমূহ (০)


Lost Password