সৌদির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,ঈদ ২৮ জুন

সৌদির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,ঈদ ২৮ জুন
MostPlay

সৌদি আরবের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। ফলে দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। খালিজ টাইমস রবিবার রাতে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, জিলহজের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া। আগামী ২৯ জুন ঈদ পালন করবে এই তিন দেশের মুসলিম উম্মাহ। সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) প্রকাশিত তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জিলহজ মাসের ১০ তারিখ থেকে তিন দিন ঈদুল আযহা পালন করে মুসলিম বিশ্ব। পবিত্র ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সামর্থ্যবান মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান।

মন্তব্যসমূহ (০)


Lost Password