বালুবাহী ট্রাকচাপায় মাদরাসা ছাত্র নিহত

বালুবাহী ট্রাকচাপায় মাদরাসা ছাত্র নিহত

কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগরে বালু ভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক যুবক মেহেদী। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার বটতৈল পোড়দাহ সড়কের খাজানগর বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ওয়ালিদ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের গোলাম রহমানের ছেলে। সে খাজানগর দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র। মাত্র এক মাস আগে ওয়াদের বাবা বিদেশ থেকে বাড়িতে এসেছেন বলে জানান প্রতিবেশীরা।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় যুবক মেহেদী তার চাচাতো ভাই স্কুলছাত্র ওয়ালিদকে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিল। তারা খাজানগর বড় মসজিদের কাছে পৌঁছালে কুষ্টিয়া থেকে আলমডাঙা অভিমুখে যাওয়া একটি বালু ভর্তি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ওয়ালিদ ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ট্রাকে ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে মেহেদী। পরে স্থানীয়রা ছুটে এসে মেহেদীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

এ দিকে ঘটনার পর পরই স্থানীয়রা ধাওয়া করলে ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আলমডাঙ্গার চুয়াডাঙ্গার তা নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password