পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা; আহত-৫

পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা; আহত-৫

টঙ্গীতে পাওনা টাকা চাইতে গেলে সোমবার রাতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় রত্মা বেগমসহ ৫ জন আহত হয়েছে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকার লোকজন জানায়, টঙ্গীর এরশাদনগর ৭নং ব্লকের বাসিন্দা রত্মা বেগম একই ব্লকের বাড়ির মালিক জামালের কাছ থেকে দুই রুম বন্ধক বাবদ ১ লক্ষ টাকা চুক্তিতে ভাড়া নেন। উক্ত টাকা পয়সা নিয়ে বিরোধ দেখা দিলে রত্মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় গত ২৫ জুলাই রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় ইউনিট আওয়ামীলীগ কার্যালয়ে উভয় পক্ষের আপোষ মিমাংশা হয়। উভয় পক্ষ আপোষের শর্ত মোতাবেক গত ২৬ জুলাই রত্মা আক্তার জামালের নিকট ভাড়া বাবদ পাওনা ১০ হাজার টাকা চাইতে গেলে জামালের লোকজন অতর্কিতভাবে রত্মার উপর লাঠিশোটা নিয়ে হামলা করে। এতে আহত রত্মার ডাকচিৎকারে তার আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপরও এলোপাথারী মারপিট করে গুরুতর আহত করে। আহতরা হলেন—ইয়াছিন মিয়া, সাবিনা আক্তার, হোসনেয়ারা বেগম, সোহেল ও রত্মা বেগম। আহতদের এলাকাবাসী উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গুরুতর আহত সাবিনা আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় জামাল হোসেন, পিতা—নবী হোসেন, হিরা মিয়া, পিতা—জামাল, বিল্লাল, পিতা—আলম, ফুলবানু, স্বামী জামালদ্বয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password