জয়পুরহাটে ইউপি সদস্য গরুচোর সন্দেহে রিকশাচালককে শরীরে পেট্রল ঢেলে ঝলসে দিল

জয়পুরহাটে ইউপি সদস্য গরুচোর সন্দেহে রিকশাচালককে শরীরে পেট্রল ঢেলে ঝলসে দিল

গরু চুরির অপবাদ দিয়ে মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রিকশাচালককে গাছে বেঁধে কোমর থেকে পা পর্যন্ত আগুন দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে তার দুই হাতে সিগারেটের আগুন দিয়ে ছ্যাকা দেয়া হয়েছে।গত শনিবার রাতে জয়পুরহাটের ধারকি পাথারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জয়পুরহাট থানায় মামলা হলে ২৫ এপ্রিল সকালে ধারকি পাথারপাড়া এলাকা থেকে রফিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার রফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার ধারকি পাথারপাড়া গ্রামের মৃত আব্দুল করিম মণ্ডলের ছেলে এবং বম্বু ইউনিয়ন পরিষদের সদস্য।

এলাকাবাসীর বরাতে পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা জানান, ওই গ্রামের রিকশাচালক তোতা মিয়াকে গরু চুরির সন্দেহ করে শনিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মধ্যরাতে ইউপি সদস্যসহ একই গ্রামের জুয়েল, আবু খয়ের ও নিজাম নামে তিন যুবক তাকে ডেকে নিয়ে গরু চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। তোতা মিয়া অস্বীকার করলে গাছে বেঁধে হাতের তালুতে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালানো হয়। পরে তার কোমর থেকে পা পর্যন্ত পেট্রল ঢেলে আগুনে ঝলসে দেয় তারা।

এ সময় জ্ঞান হারিয়ে ফেললে রাত ৩টা ২০ মিনিটে তারা তোতা মিয়াকে মুমূর্ষু অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে ফেলে পালিয়ে যায়। পুলিশ সুপার আরো জানান, খবর পেয়ে পুলিশ ইউপি সদস্য রফিকুল ইসলামকে রোববার ভোরে তার বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় রোববার জয়পুরহাট সদর থানায় তোতা মিয়ার স্ত্রী ডলি বেগম ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আরো কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password