আইসক্রিমের ভেতর পাওয়া গেলো মানুষের হাতের আঙুল

আইসক্রিমের ভেতর পাওয়া গেলো মানুষের হাতের আঙুল

মানুষের হাতকাটা আঙুল আইসক্রিমের ভিতর পাওয়া গেছে। বিস্ময়কর শোনালেও এমন ঘটনাই ঘটেছে ভারতে। আইসক্রিম খেতে কমবেশি সবাই পছন্দ করে। অনলাইনের যুগে আর দোকানে যেতে হয় না। একজন অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেন। সময় মতো চলেও আসে। কিন্তু তৃপ্তি ভরে খেতে গিয়েই বিপত্তিতে পড়েন তিনি।

একটু খাওয়ার পর দেখেন আইসক্রিমের ভেতরে মানুষের হাতের কাটা আঙুল। ঘটনাটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের। এই ঘটনায় আইসক্রিম কম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মুম্বাইয়ের শহরতলি মালাডে ইয়াম্মো আইসক্রিম থেকে কোন আইসক্রিম অর্ডার করেছিলেন ডা. সেরাও। আইসক্রিমে হাতের আঙুল পাওয়ার পর থানায় মামলা করেন তিনি।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এফআইআর দায়ের করে আঙুলের টুকরোটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। শুধু তা-ই নয়, যে জায়গায় আইসক্রিম তৈরি হয়েছিল সেই জায়গাতেও তল্লাশি চালানো হবে। তবে এই ঘটনার পর আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঠিক কী করে আইসক্রিমের মধ্যে আঙুল এলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এদিকে এই আইসক্রিম উৎপাদনকারী ওয়াকো ফুড কোং লিমিটেড কম্পানি জানিয়েছে, তৃতীয় পক্ষের কাছে আইসক্রিম উৎপাদন বন্ধ করে দিয়েছে। এ ছাড়া সব দোকান থেকে আইসক্রিমের স্টক প্রত্যাহার করা হয়েছে।

কম্পানির একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা এই তৃতীয় পক্ষের কারখানায় আইসক্রিম উৎপাদন বন্ধ করে দিয়েছি। তিনি আরো বলেন, ‘আমরা একটি আইন মেনে চলা কম্পানি। কর্তৃপক্ষকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থন করব।’

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, রাজ্য খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) বিষয়টি আমলে নিয়েছে। যদিও বিষয়ে কথা বলতে অস্বীকার করেছেন কর্মকর্তারা। ডা. সেরাও স্থানীয় সংবাদকর্মীদের বলেছেন, টুকরোটিকে যে মানবদেহের, তিনি তা নিশ্চিত করেছিলেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password