সাংবাদিকদের কল্যাণে গাজীপুর সিটি প্রেসক্লাবের তহবিল গঠনের সিদ্ধান্ত

সাংবাদিকদের কল্যাণে গাজীপুর সিটি প্রেসক্লাবের তহবিল গঠনের সিদ্ধান্ত

স্বল্প-আয়ের বিপদাপন্ন কলমসেবীদের অসুখ-বিসুখ কিংবা বিপদে-আপদে অসহায়ত্বের শেষ নেই। অসুস্থ, আহত ও অসচ্ছল সাংবাদিককে আর্থিক সহায়তা দিতে এবং সাংবাদিকতার মানোন্নয়নে গাজীপুর সিটি প্রেসক্লাব ‘কল্যাণ তহবিল’ গঠন বিষয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মঞ্জুর হোসেন মিলনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, অবৈতনিক কিংবা শৌখিন সাংবাদিক ও সংবাদকর্মীরা আর্থিক সুবিধা না থাকায় তরুণ সাংবাদিকদের মুখে নানা ধরনের হতাশার কথা শোনা যায়। রাজনীতি-নিরপেক্ষ এবং স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতায় প্রয়োজন সাংগঠনিক সাহায্য-সহযোগিতা। গণমাধ্যমকর্মীরা প্রায়ই প্রতিকূলতার মুখে পড়ে আর্থিক টানাপোড়েনে জীবন যাপন করতে বাধ্য হন। নিজেদেরকে বাঁচানোর জন্য সাংবাদিক সমাজের নিজেদের সোচ্চার হওয়া প্রয়োজন এবং সুস্থ সাংবাদিকতার ভবিষ্যৎ চিন্তায় সাংবাদিক কল্যাণ তহবিল গঠনের বিয়য়ে একমত হোন।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম খান, অর্থ সম্পাদক মো. মনির হোসেন, সদস্য মো: আল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাসান আলী ও অফিস সম্পাদক আবুল হোসেন সবুজ প্রমূখ।

সভাপতি মঞ্জুর হোসেন মিলন বলেন, অসহায়ত্বের শিকার সাংবাদিকদের সহায়তার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। কল্যাণ তহবিল গঠনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতায় থাকতে চাইনা। সরকার, রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা কখনোই নিঃশর্ত হয় না, বিনিময়ে তাঁরা চান আনুগত্য। তাই প্রেসক্লাবের উদ্যোগে সরকারি-বেসরকারি, ব্যাক্তি পর্যায় সহ বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তা পরিচালনা করতে চাই। কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ সর্বসম্মতি গৃহীত হওয়ায় সভাপতি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password