সারাদেশের সাথে বরিশালের যোগাযোগ বিছিন্ন

সারাদেশের সাথে বরিশালের যোগাযোগ বিছিন্ন

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং সরকার দলীয় কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

গতকাল রাতের এই ঘটনায় সিটি মেয়র সুস্থ থাকলেও বেশ কয়েকজন এখনো গুরুতর আহত অবস্থায় শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো নগর জুড়ে র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুরো বরিশাল জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, "আজ সকালে নথুল্লাবাদ ও রুপাতলী বাস টামিনাল এবং লঞ্চঘাট শ্রমিকরা সকল রুটের বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পরেন সাধারণ যাত্রী ও নগরবাসী।"

বরিশালের বাস মালিক সমিতির সভাপতি বলেন, গতকাল রাতে বিসিসি কর্মকর্তা ও কর্মচারীদের পোস্টার অপসারনে ইউএনও বাধা দিলে তাদের সঙ্গে বাক-বিতন্ডার এক পর্যায়ে ইউএনও ও তার আনসার সদস্যদের বিনা কারনে গুলিতে এবং পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password