নরসিংদীতে পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : শনিবার ২১ মে জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে রায়পুরা থানা প্রাঙ্গণে পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

সভায় পুলিশী নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে ইউনিয়ন ভিত্তিক নিরাপত্তা বলয় তৈরী করার জন্য পশু খামারীদের আহবান জানান পুলিশ সুপার, নরসিংদী। এছাড়া সম্ভব হলে পশুর খামারে সিসিটিভি স্থাপন করার জন্যও আহবান জানানো হয়। 

সভায় রায়পুরা থানাধীন পশুর খামারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password