নুরের ওপর হামলা ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভে

নুরের ওপর হামলা ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভে
MostPlay

গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর আবারও হামলা হয়েছে। নেতাদের অভিযোগ, ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে। এ ঘটনা নুরসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি ও হয়রানি, মাদরাসাশিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকাল চারটার দিকে সমাবেশ ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। নুর তার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেখানে যোগ দিতে এলে পূর্বে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতার আহতের খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকার একটি মারামারির ঘটনায় ৯ থেকে ১০ জনের মতো আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তবে তারা এখন শঙ্কামুক্ত। শোনা যাচ্ছে এই ঘটনায় গণধিকার পরিষদের সভাপতি নুর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলে হাসপাতালে এখন পর্যন্ত আসেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password