পাথর তুলতে গিয়ে নৌকা উল্টে এক কিশোর শ্রমিকরে মৃত্যু

পাথর তুলতে গিয়ে নৌকা উল্টে এক কিশোর শ্রমিকরে মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলন করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে জহির আলম (১৭) নামের এক কিশোর শ্রমিকরে মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রোপওয়ের সংরক্ষিত বাঙ্কার এলাকায় এ ঘটনা ঘটে। জহির সিলেট সদর উপজেলার বাদাঘাটের নয়াগাঁও গ্রামের ইউনুছ আলীর ছেলে। কাজের সুবাদে কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা কলাবাড়ি শাহাব উদ্দিনের বাড়িতে ভাড়ায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগ নেতা আলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন ও কেফায়েত উল্লাহ শেল্টারে রোপওয়ে বাঙ্কার ও সাদাপাথর এলাকায় প্রতিদিন রাতে শতাধিক নৌকা দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সকালে পাথর তুলতে যাওয়ার সময় বাঙ্কার এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে পাথর শ্রমিক জহির মারা যায়।এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, ‘আজ সকালে ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে গিয়ে এক পাথর শ্রমিক নিহত হয়েছে। নিহতের বড় ভাই পানিতে ডুবে গেলেও প্রাণে বেঁচে গেছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password