ময়মনসিংহের ভালুকায় পেছন দিকে চালানোর সময় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ময়মনসিংহের ভালুকায় পেছন দিকে চালানোর সময় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ময়মনসিংহের ভালুকায় পেছন দিকে চালানোর সময় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালি রাসেল স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মহাসড়কের পশ্চিম পাশে রাসেল স্পিনিং মিলের সুতাবোঝাই করে একটি ট্রাক পেছনে আসছিল। ট্রাকের পেছনে ধাক্কা লেগে মা খোদেজা বেগম (৪৫) ও তার দেড় বছর বয়সের শিশুকন্যা মরিয়ম আক্তার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত খোদেজা বেগম জেলার ত্রিশাল উপজেলার দরিমারপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিসাপেক্ষে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, সুতাবোঝাই একটি ট্রাক পেছন দিকে আসার সময় ধাক্কায় মা-মেয়েকে আহত হন। তাদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে পাঠালে মা-মেয়ে মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password