এবার ইসরাইল-হামাস সংঘাতের ভিডিও সরিয়ে দিচ্ছে টিকটক

এবার ইসরাইল-হামাস সংঘাতের ভিডিও সরিয়ে দিচ্ছে টিকটক
MostPlay

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্ক নির্দেশের পর ইসরাইল-হামাসের সংঘাত সম্পর্কিত ভুয়া তথ্যের ভিডিও সরানোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম টিকটক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ অক্টোবর) টিকটিকের বস শৌ জি চিউকে জোটের আইন মেনে ২৪ ঘণ্টার মধ্যে জরুরিভিত্তিতে ইসরাইল-হামাস সংঘাত সম্পর্কিত ভুয়া ভিডিও সরাতে পদক্ষেপ নেয়ার কথা বলেছিল ইইউ।

বিভিন্ন সামাজিকমাধ্যমগুলোর প্লাটফর্মে ইসরাইল-হামাস সম্পর্কিত নানা গুজব ও ভুয়া তথ্য সংবলিত ভিডিও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় চলমান সংঘাত বিষয়ে ভুল তথ্য ঠেকাতে টিকটককে সর্তক করে ইইউ। এর জবাবে রোববার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সহিংসতামূলক কনটেন্ট ও অ্যাকাউন্ট সরিয়ে দিচ্ছে। ভুয়া তথ্য ও ঘৃণাত্মক কনটেন্ট প্লাটফর্ম থেকে সরিয়ে নেয়ার ক্ষেত্রে তৎপর রয়েছে কোম্পানিটি।

এতে আরও বলা হয়, অবিলম্বে আমাদের সম্প্রদায়ের নিরাপত্তা এবং প্লাটফর্মের অখণ্ডতা বজায় রাখতে আমাদের কর্মীদের একত্রিত করেছি। এক্ষেত্রে কোম্পানির নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে টিকটক জানিয়েছে, নতুন কমান্ড সেন্টার চালু করা হয়েছে। একই সঙ্গে বিকৃত ও সহিংস কনটেন্ট সরাতে নিজেদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করা হয়েছে। আগের চেয়ে বেশি আরবি ও হিব্রু ভাষাভাষী মডারেটর নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বিবৃতিতে প্লাটফর্মে সহিংসতা বা ঘৃণাত্মক মতাদর্শ ছড়ানোর প্রচেষ্টা একদম সহ্য করা হবে না বলেও উল্লেখ করেছে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্লাটফর্মটি। টিকটকের অবস্থান জঙ্গিবাদের বিরুদ্ধে উল্লেখ করে বলা হয়, গত সপ্তাহে ইসরাইলে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা মর্মাহত ও আতঙ্কিত। গাজায় তীব্রতর মানবিক সংকটের বিষয়েও আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) কোম্পানিটির কাছে পাঠানো একটি চিঠিতে ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, টিকটককে তরুণদের কাছে এর জনপ্রিয়তার বিষয়ে সচেতন হতে হবে। শিশু ও কিশোরদের হিংসাত্মক কনটেন্ট এবং সন্ত্রাসী প্রচারণার কনটেন্ট থেকে রক্ষা করতে হবে। ভুল তথ্য ঠেকানোর একই ধরনের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক্স (পূর্বে টুইটার), ইউটিউব এবং ইনস্টাগ্রাম ও ফেসবুকের মাতৃ প্রতিষ্ঠান মেটা প্লাটফর্মকেও পাঠিয়েছে ইইউ জোট।

মন্তব্যসমূহ (০)


Lost Password