টাইগারদের বোলিং ঝড়ে আইরিশরা লন্ডভন্ড

টাইগারদের বোলিং ঝড়ে আইরিশরা লন্ডভন্ড
MostPlay

বাংলাদেশ টাইগারদের বোলিং ঝড়ে আইরিশরা লন্ডভন্ড। আইরিশদের বিপক্ষে টাইগারদের একেকটা বল যেনো একেকটা কামানের গোলা। হাসান মাহমুদের ৩ উইকেট ও তাসকিন এর ৩ এবং এবাদতের এক ওভারে পাওয়া ২ উইকেটে আইরিশদের ঘর যেন লন্ড ভন্ড।  

টসে হেরে তামিমের বাংলাদেশ দলকে ফিল্ডিংয়ে পাঠায় আইরিশরা। কিন্তু ব্যাটিং নেমে বাংলাদেশ টাইগারদের বোলিং তোপে মাঠে দাড়াতেই পারছে না আইরিশরা। প্রথম ওভারে ৩ রান দিয়ে শুরু। দ্বিতীয় ওভার মেডেন। তৃতীয় ওভারের প্রথম বলে চার হজম করেন স্টিফেন ডোহনির কাছে। এক বল ডট দিয়ে হাসান মাহমুদ যেন প্রতিশোধ নিলেন। আউটসাইড অফের লেন্থ বল খোঁচা দিয়ে বসেন ডোহনি। উইকেটের পেছনে ক্যাচ ধরতে ভুল করেননি মুশফিক।

নির্ধারিত সময়ের আধঘণ্টা পর হওয়া টসে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছে। বাংলাদেশ ফিল্ডিং করবে। একাদশে এক পরিবর্তন এসেছে। ইয়াসির আলী চৌধুরী রাব্বির পরিবর্তে খেলবেন মেহেদি হাসান মিরাজ। ২.৩০ মিনিটে খেলা শুরু হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ  ২১.৩ ওভারে  ৮ উইকেট হাড়িয়ে ৭৯ রান। হাসান মাহমুদ ৬ ওভার করে এক মেডেন দিয়ে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অপরদিকে তাসকিন ৭ ওভার করে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। এবাদত হোসেন ৫ ওভার করে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হাসান ও তাসকিন দুজনেরি ছিল হ্যাট্রিক উইকেট নেওয়ার সুযোগ। 

একাদশে যারা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও নাসুম আহমেদ।

সিরিজ শুরুর আগের দিন ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মেহেদি হাসান মিরাজ। দুই ম্যাচ পর ফেরেন তিনি। জায়গা হারানো ইয়াসির আলী দুই ম্যাচে করেন ১৭ ও ৭ রান। দুটি ম্যাচেই নেমেছেন ইনিংসের শেষে, প্রথম ম্যাচে ১০ বলে এই রান করেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password