চীনের শক্তিশালী ভূমিকম্প, চারজনের মরদেহ উদ্ধার

চীনের শক্তিশালী ভূমিকম্প, চারজনের মরদেহ উদ্ধার

চীনের সিচুয়ান প্রদেশ আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প এ পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরো ১৪ জন । বুধবার সিচুয়ানের লুশান কাউন্টিতে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এই কম্পন অনুভূত হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সিচুয়ানের লুশান কাউন্টির ইয়ান শহরের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল সিচুয়ানের রাজধানী চেংদু থেকে ১১৩ কিলোমিটার দূরে।

প্রথম ভূমিকম্পের তিন মিনিট পর সাড়ে চার মাত্রার আরেকটি আফটার শক অনুভূত হয়। এর আগে, ২০১৩ সালে ইয়ান শহরে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরও হাজার হাজার মানুষ। শহরটির হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password