ঝিকরগাছায় ১২কেজি গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামী আটক

ঝিকরগাছায় ১২কেজি গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামী আটক

যশোরের ঝিকরগাছায় পৃথক অভিযানে ১২কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো. রাজু শেখ (৪২) ও সাজাপ্রাপ্ত আসামী রাবেয়া বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ঝিকরগাছা টু পদ্মপুকুর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক রাজু শেখ বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের ছেলে ও সাজাপ্রাপ্ত আসামী রাবেয়া বেগম কৃষ্ণনগর গ্রামের আলী আহম্মেদের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন পদ্মপুকুর এলাকার পাঁকা রাস্তার উপর হতে একটি মোটরসাইকেল ও ১২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী রাজু শেখকে আটক করা হয়। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, পৃথক দুটি অভিযানে ১২কেজি গাঁজা সহ একজন ও ১বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password