আবারও বাড়ছে পেঁয়াজের দাম

আবারও বাড়ছে পেঁয়াজের দাম
MostPlay

হিলি স্থলবন্দরে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। ৩০ থেকে ৩২ টাকা কেজি দরের পেঁয়াজ এখন হিলি বন্দরের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে।

আমদানিকারকরা বলছেন, ভারতে পেঁয়াজের মজুদ কমতে শুরু করেছে। ফলে লোডিং পয়েন্টগুলোতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বেড়েছে। মোকামগুলোতে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে পেঁয়াজের আমদানি মোটামুটি স্বাভাবিক থাকলেও দাম বেড়ে যাওয়ায় অস্বস্তি প্রকাশ করেছে পাইকারি ক্রেতারাও।

মন্তব্যসমূহ (০)


Lost Password