দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম

দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম
MostPlay

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম রাজনীতির মাঠেও বেশ আলোচনা তৈরি করেছেন।

তিনটি আসনের উপনির্বাচনে লড়াই করা হিরো আলম এবার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে এখনই কোমর বেঁধে মাঠে নামছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান হিরো আলম। সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি।

আপনাদের জন্য একটি সুখবর আছে সেটা হলো, আমি যেকোনো একটা দলে যোগদান করছি। আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি।’’ কোন আসন থেকে নির্বাচনে করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমার তো আসন তিনটি। বগুড়ায় ২টি এবং ঢাকায় একটি। দল থেকে করতে হলে তো একটা আসন থেকেই করতে হবে। দল যে আসন দেবে সেই আসন থেকেই নির্বাচন করব।’’

ভবিষ্যতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। গত জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা চালানো হয়। এর আগে, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। তবে এ পর্যন্ত কোনোটিতেই জয়ের দেখা পাননি।

মন্তব্যসমূহ (০)


Lost Password