নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় শলিয়া উচ্চ বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘‘কৃষিতে জলবায়ুর প্রভাব” বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং “জলবায়ু পরিবর্তন প্রতিরোধে শিল্প বিপ্লবের চেয়ে কৃষি একমাত্র অর্থনৈতিক উন্নয়ন চালিকাশক্তি” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাঃ ফিরোজ, রাণীনগর এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট বিলকিস মোরশেদা, সহকারি প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক মন্ডলীগণসহ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সদস্যগণ ও স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীগণ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী। অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের সকলকে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password