কাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

কাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
MostPlay

নয়াপল্টনের মহাসমাবেশে হামলার অভিযোগে আগামীকাল সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনের সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময়, সরকারের পেটোয়া সন্ত্রসীবাহিনী পরাজিত হয়ে শান্তিপূর্ন কর্মসূচিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার অভিযোগে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসমাবেশে হট্টগোল চলার সময় বিএনপি মহাসচিব এই ঘোষণা দেন। মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিএনপির পাশাপাশি ১২ দলীয় জোট এই হরতাল পালন করবে।

১২ দলের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, এক দফা দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠানের আগেই পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। দেশবাসী এই জালিম শাহীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে। এর আগে শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই মহাসমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্যসমূহ (০)


Lost Password