বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি আ.লীগের ৩ সংগঠন

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি আ.লীগের ৩ সংগঠন
MostPlay

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশটি করার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অন্যদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টনে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি। বৃহস্পতিবার বিএনপি এসব জায়গায় সমাবেশ করতে চেয়েছিল। বুধবার রাত সাড়ে ৮টায় ব্রিফ করে বিএনপির সমাবেশের স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বুধবার (২৬ জুলাই) সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, কর্মদিবসে বারবার রাজনৈতিক সমাবেশ করে জনগণের ভোগান্তি সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরি করলে ভবিষ্যতে অনুমতি দেয়া হবে না। তিনি বলেন, এখন পর্যন্ত ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে কর্মদিবসে সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান তিনি। সমাবেশ স্থলে লাঠি, ব্যাগ না নিয়ে আসার অনুরোধও করেন ডিএমপি কমিশনার।

মন্তব্যসমূহ (০)


Lost Password