৬ জনের মৃত্যু বিষাক্ত অ্যালকোহল পান করে

৬ জনের মৃত্যু বিষাক্ত অ্যালকোহল পান করে

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পান করে এক মহিলাসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, ঈদের পর দিন মঙ্গলবার রাতে বিষাক্ত স্পিরিট পান করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নেয়া হলে আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩) ও মহসিন আলী (৩৭) মারা যায়। তাদের বাড়ি বিরামপুর পৌর এলাকা মাহমুদপুর গ্রামে।

অন্যজন অমিত (৩০) এর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সাইফুল ইসলাম (৪০) এবং স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫) আজ বুধবার দুপুরে মারা যায়। তাদের বাড়ি পৌর এলাকা হঠাৎ পাড়া গ্রামে। এছাড়াও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন এবংং স্থানীয় বিরামপুর হাসপাতালে আরও তিনজন অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী জানিয়েছেন, বিষাক্ত পদার্থ পান করেই তাদের মৃত্যু হয়েছে।বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক। যারা এই বিষাক্ত মাদক ব্যবসার সাথে জড়িত তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password