২৪ ঘণ্টায় দেশে ২৯ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় দেশে ২৯ জনের করোনা শনাক্ত
MostPlay

গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। রবিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪২টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তের হার ৮ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ৪৭ হাজার ৫৫২ জনের করোনা শনাক্ত হলো। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ৩৫ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৪৪ জন। এ ছাড়া করোনায় এখন পর্যন্ত সারা দেশে ২৯ হাজার ৪৮৩ জন মৃত্যুবরণ করেছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password