পরীমণিকে নিয়ে সরকারি বাসায় ১৮ ঘণ্টা: চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন

পরীমণিকে নিয়ে সরকারি বাসায় ১৮ ঘণ্টা: চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন।

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে চিঠি দিলেও ১২ দিন পর তা প্রকাশ হয় গণমাধ্যমে। এদিকে বিভাগীয় তদন্তে সাকলায়েন চাকরি হারালে মঙ্গলবার আদলত থেকে জামিন পেয়েছেন পরীমনি।

সাকলায়েনের এ সংবাদ প্রকাশের পর থেকে বহুবার যোগাযোগ করা হলেও সারা পাওয়া যায়নি পরীমনির। দিন শেষে সাকলায়েনের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি।

সাবেক এডিসি সাকলায়েন চাকরি হারাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে। প্রশাসনও এটা নিয়ে বলছে। এখনো মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। তবে সময় হলে এ বিষয়ে কথা বলব।

অপর এক প্রশ্নে সাকলায়েনের চাকরি হারানোর পেছনে অনৈতিক সম্পর্কের কথা বলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো কারও কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়।

যদি এ রকম মনে হয়, আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলব। আমার মনে হয় না, সে কোনোরকম এ ধরনের কথা বলবে। সাকলায়েন সঙ্গে কেমন সম্পর্ক ছিল এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো কেউ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে, যেটা নিয়ে এগোনো যাবে। আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password