মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা;এমপিও ভুক্ত করণের দাবি শেখপুরা আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়

মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা;এমপিও ভুক্ত করণের দাবি শেখপুরা আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর(যশোর)থেকে:- কেশপুরের সাগরদাঁড়ী যাওয়ার পথে শেখপুরা গ্রামের ভিতর মেইন রোডের পাশে চোখে পড়বে শেখপুরা আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়। প্রায় এক যুগের অধিক সময় অতিবাহিত করেছে বিদ্যালয়টি।উক্ত স্কুলটি ১৯৯৭ সালে বেসরকারি এনজিও গণসাহায্য সংস্থার সহযেগিতায় হারুন আর রশিদ, খন্দকার খসরু পারভেজ, খন্দকার মনজুর আলম এর জমির উপর গড়ে তোলা হয় । বর্তমানে স্কুলটি স্বেচ্ছাশ্রমে পরিচালনা করেন তিনজন শিক্ষিকা।তারা দীর্ঘদিন স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এমপিও ভুক্ত করণের বুকভরা স্বপ্ন নিয়ে।কিন্তু আজও মেলেনি  আশার আলো। 

উল্লেখ্য স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে একযোগে সরকারি করণ করেন।সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা ২০১৪ সালে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে পুনরায় একযোগে সরকারি করণ করেন।বিভিন্ন বেসরকারি সংস্থার পরিচালনায় থাকা স্কুল গুলো ধারাবাহিক ভাবে সরকারি করণ করার কথা থাকলেও স্বপ্ন বাস্তবায়ন হচ্ছেনা শেখপুরা আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের। বেসরকারি এনজিও গণসাহায্য সংস্থা ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নামমাত্র বেতন দিয়ে আসছিলেন শিক্ষকদের। সর্বমোট ২৫০০-৩০০০ টাকা মাসিক বেতন  পেয়েছেন শিক্ষকরা। প্রথম দিকে ৫০/৬০ জন ছাত্রছাত্রী থাকলেও এখন ছাত্রছাত্রী কমতে শুরু করেছে। ছাত্রছাত্রী না থাকার বিষয়ে শিক্ষকরা জানান উপবৃত্তি না দিতে পারাতে অনেক ছাত্রছাত্রী আসেন না।

শেখপুরা আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায় বিদ্যালয়টিতে প্রায় সকল আসবাব, শিক্ষা উপকরণ রয়েছে।ছাত্রছাত্রীদের খেলার জন্যে রয়েছে সুন্দর একটা মাঠ।আশে পাশের পরিবেশ মনোমুগ্ধকর। প্রাথমিক বিদ্যালয় এমপিও করণের সকল বৈশিষ্ট্য রয়েছে।পাশের গ্রাম শ্রীপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে থাকলেও প্রাথমিক বিদ্যালয় নেই। দুই  কি.মি. এর অধিক দূরত্বে  শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।শিক্ষক সহ আশে পাশের লোকজন উক্ত স্কুল সরকারি করণের জন্যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শিক্ষকদের মানবেতর জীবন যাপনের আবসান আশা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password