ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসিকেই এগিয়ে রাখছেন বার্সেলোনা কোচ

ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসিকেই এগিয়ে রাখছেন বার্সেলোনা কোচ
MostPlay

এক মাস আগেও ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে বেশ পিছিয়েই ছিলেন লিওনেল মেসি। একমাস যেতে না যেতেই সব হিসাব যেন পালটে গেছে। মুলত কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শিরোপাই যেন সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। কোপার শিরোপার জেতার এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার লিওনেল মেসি।

আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসির হাতেই বর্ষসেরার পুরস্কারটি দেখতে শুরু করেছেন অনেকে। বার্সেলোনা কোচ রোনাল্ড কুমানের মতেও যেমন, এ বছরের সেরা ফুটবলারের পুরস্কারটির সবচেয়ে বড় দাবিদার মেসিই। বার্সেলোনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্যান জানান, ‘সপ্তমবারের মত বর্ষসেরা খেতাব জিতবেন মেসিই। দলে মেসি খুব গুরুত্বপূর্ণ, সে আমাদের অধিনায়ক এবং সবার জন্য উদাহরণ সে। সে খুব করে চাইছিল চ্যাম্পিয়ন হতে এবং বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে সে শিরোপা জিতে অভ্যস্ত। আমার চোখে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে সে ফেভারিট’।

কোপা ছাড়াও গত মৌসুমে সব প্রতিযোগিতায় ৪৭ ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন মেসি। বার্সায় হয়ে পেয়েছেন কোপা দেল রে। দেখা যাক দেশের হয়ে প্রথম ট্রফি জয় কি মেসিকে তার সপ্তম ব্যালন ডি’অর এনে দেয় কিনা?

মন্তব্যসমূহ (০)


Lost Password