নওগাঁয় দুঃস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দিলো সোনালী ব্যাংক

নওগাঁয় দুঃস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দিলো সোনালী ব্যাংক
MostPlay

নওগাঁয় দুঃস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দিয়েছে নওগাঁর সোনালী ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপাল অফিস।

রবিবার (২০ জুন) সকালে ব্যাংক প্রাঙ্গণের এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রতিবছর সিএসআর এর আওতায় এ বৃত্তি দিয়ে থাকে ব্যাংকটি।নওগাঁ জেলার ১৬জন শিক্ষার্থীদের মাঝে ব্যাংক এ বৃত্তি দেয়।

প্রত্যেককে শিক্ষার্থী শিক্ষাবৃত্তি হিসেবে ১০হাজার টাকার পেমেন্ট-অর্ডার পেয়ে থাকেন। সোনালী ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপাল অফিস নওগাঁর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আহসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের এসপিও পরিতোষ চন্দ্র বসাক, একরামুল হক, প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।

দুঃস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবছরই এ শিক্ষাবৃত্তি দিয়ে আসছে সোনালী ব্যাংক লিমিটেড।

মন্তব্যসমূহ (০)


Lost Password