সিলেটে পুলিশের অভিযানে ০৩ ছিনতাইকারী আটক

সিলেটে পুলিশের অভিযানে ০৩ ছিনতাইকারী আটক
MostPlay

১৮/০৭/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকায় রাহাত রহমান ফাহিম(২১), পিতা-এমএ মুমিন, সাং-শাহবাগ, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান বাসা নং-০২, লন্ডনি রোড, সুবিদ বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট তার বড় ভাই মুরাদ রহমান নাঈম এর সাথে মোটর সাইকেল যোগে গরু ক্রয় করার জন্য মোগলাবাজার থানাধীন হাজিগঞ্জ বাজার উদ্দেশ্যে রওনা করে। রাহাত রহমান ফাহিম মোটর সাইকেল যোগে হুমায়ুন চত্বর হতে মোটর সাইকেল ড্রাইভিং করে তার পিছনে বড় ভাই মুরাদ রহমান নাঈমকে নিয়ে ফেঞ্চুগঞ্জ যাওয়া কালে মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি নামক স্থানে ১৮/০৭/২০২১খ্রিঃ রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় আসা মাত্রই পিছন দিক থেকে এসে একটি সিএনজি অটোরিক্সা যোগে ০৫(পাঁচ) ব্যক্তি তাদেরকে গতিরোধ করে আতংক সৃষ্টি করে তাদের নিকট যা আছে সব কিছু দিয়ে দেওয়ার জন্য বললে তারা দিতে অপারগতা প্রকাশ করায় অজ্ঞাতনামা ০৫(পাঁচ) জন্য ব্যক্তি তাদেরকে কিল, ঘুষি মারে ও ভয় দেখিয়ে আতংক ও ত্রাস সৃষ্টি পূর্বক তার ব্যবহৃত মোবাইল, মূল্য অনুমান ২৬,০০০/-টাকা, তার বড় ভাই মুরাদ রহমান নাঈম এর ব্যবহৃত মোবাইল, মূল্য অনুমান ১৫,০০০/-টাকা, মুরাদ রহমান নাঈম এর পকেটে থাকা নগদ ১,৪০০/-টাকা অজ্ঞাতনামা ০৫(পাঁচ) জন ব্যক্তি তাদেরকে এলোপাথারী ভাবে আঘাত করে মাথা, বুক, হাত, পায়ে জখম করে আতংক সৃষ্টি করে ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে রাহাত রহমান ফাহিম(২১) অভিযোগের প্রেক্ষিতে মোগলাবাজার থানার মামলা নং-১৩, তারিখ-১৯/০৭/২০২১খ্রিঃ ,ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০১৯ এর ৪/৫ রুজু হয়। অতঃপর সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা জনাব মোঃ শাহজাহান ভূঁইয়া মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুদ্দোহা, পিপিএম মহোদয়ের নেতৃত্বে এসআই/শিপু কুমার দাস, এএসআই/আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী ০১। জাওয়াদ ইসলাম অর্নব(১৯), পিতা-রিয়াজ উদ্দিন, মাতা-লাভলী বেগম, সাং-গঙ্গানগর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ২। শিপন রহমান(২২), পিতা-জাহিদ আহমদ, মাতা-রুনা বেগম, সাং-লালঘাটংগী, থানা-শাহপরাণ (রঃ), জেলা-সিলেট, ৩। শাহেদ আহমদ(২৩), পিতা-মৃত সুরুজ মিয়া, মাতা-আমেনা বেগম সাং-কল্লাগ্রাম, থানা-শাহপরান, জেলা-সিলেটকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজতে হতে ঘটনায় ছিনতাইকৃত মোবাইল ০২(দুই) টি উদ্ধার পূর্বক আসামীদেরকে ১৯/০৭/২০২১খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password